আজকাল ওয়েবডেস্ক: এর আগেও বহু মন্দির কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করে জানিয়েছে, মন্দিরে কোন কোন পোশাক পরে যেতে পারবেন ভক্তরা, আর কোন কোন পোশাক পরে প্রবেশ করা যাবে না মন্দিরে। এবার ভক্ত দের জন্য পোশাকবিধি চালু করল বৃন্দাবন কর্তৃপক্ষ। একপ্রকার ডু’জ আর ডোন্টের মতো নির্দেশিকা জারি করে জানানো হল, মন্দিরে গেলে পরতে হবে ‘ভদ্র’ পোশাক।
বৃন্দাবন্দের বাঁকে বিহারী মন্দির কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে ভক্তদের ‘অশালীন পোশাক’ পরা থেকে বিরত থাকতে বলেছে, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। কী বলেছে মন্দির কর্তৃপক্ষ? জানিয়েছে, দর্শনার্থীরা যেন হাফ প্যান্ট, মিনি স্কার্ট, নাইট স্যুট, ছেঁড়া জিন্স, চামড়ার বেল্ট বা কোনও আপত্তিকর পোশাক পরে মন্দিরে না যান। এই নির্দেশিকার পিছনে কারণ কী? কারণ হিসেবে জানানো হয়েছে, বাঁকে বিহারী মন্দির একটি উপাসনালয় এবং কোনও পর্যটন গন্তব্য নয়। তাই পোশাক পরতে হবে 'শালীন'।মন্দির কর্তৃপক্ষ তাদের সাংস্কৃতিক মর্যাদা বজায় রাখতে বদ্ধপরিকর, সেই কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ, জানানো হয়েছে তেমনটাও।
উল্লেখ্য, বৃন্দাবন্দের বাঁকে বিহারী মন্দির উল্লেখযোগ্য এবং জনপ্রিয় মন্দির। প্রতিবছর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে বং বিদেশের বহু দর্শনার্থী ভিড় জমান। মন্দিরের ব্যবস্থাপক মুনীশ শর্মা বলছেন, বাইরের বহু পর্যটক অনেকসময়ই ছেঁড়া জিন্স, বা অন্যান্য এমন পোশাকে আসেন, যা মন্দিরের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে। সেই কারণেই এবার পোশাকবিধি চালু করা হয়েছে। নতুন বছরের আগেই মন্দির কর্তৃপক্ষ এই নির্দেশিকা জারি করেছে, মন্দিরে যাওয়ার রাস্তায় নয়া নির্দেশিকা লিখিত আকারে টাঙিয়ে দেওয়া হয়েছে।
